Our vision
our mision

ক্লিন সিটি পাঁচবিবি

উন্নত বিশ্বের শহরগুলোতে পৌর কর্তৃপক্ষ এবং শহরবাসী সকলে মিলে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে তাদের শহর পরিচ্ছন্ন রাখে। নাগরিকরা তাদের ঘরের দৈনন্দিন বর্জ্য নিয়ম মোতাবেক নির্দিষ্ট ডাস্টবিনে জমা করেন যা পৌর ক্লিনাররা এসে সংগ্রহ করে ডাম্পিং বা রিসাইকেলের ব্যবস্থা করে। উন্নত বিশ্বের নগরের আদলে ২০৪১ সালের মধ্যে জয়পুরহাটকে একটি স্মার্ট ও ক্লিন জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য জেলা প্রশাসনের।